প্রতিবেদক : :
বিশেষ একটি নাম রাজনীতি! রাজনৈতিক দলের প্রধান নেতা ও দলীয় কর্মীদের সাথে চলতে গিয়ে ভুল ত্রুটি থাকতেই পারে। কিন্তু আজ সেই নেতা তার কর্মীদের কাছে নেই! বিচারের কাঠ গোঁড়ায় তিনি চার দেয়ালের মধ্যে বন্দি।
এদিকে আসন্ন নির্বাচন সমাগত। নেতাকে ছাড়া দলের মূল কাণ্ডারি ছাড়াই পথ চলতে গিয়ে অনেক কথাই মনে আসছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ভারাক্রান্ত মনে। এজন্য জনসম্মুখেই তিনি কেঁদে উঠলেন। উপস্থিত সকলেই বিষয়টি লক্ষ্য করতে গিয়ে তাদের চোখের পাশ দিয়ে জল গড়িয়ে পরতে থাকে।
সোমবার বিকেল ৩টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়নের চিঠি বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে রেখেই নির্বাচনে যেতে হচ্ছে। খালেদা জিয়াকে মুক্তি আন্দোলনের অংশ হিসেবেই আমরা নির্বাচনে যাচ্ছি। তাঁকে ছাড়া এই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।
এ সময় বিএনপির মহাসচিব আবেগাপ্লুত হয়ে পড়েন। তখন কিছু সময় ফখরুলকে কাঁদতে দেখা যায়। কথা বলা থামিয়ে চোখের পানি মুছতে দেখা যায় তাঁকে। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্য নেতাকর্মীরাও আবেগে আপ্লুত হয়ে পড়েন।