প্রতিবেদক ::
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কোনো প্রার্থী পাঁচ থেকে সাতজনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি আরো বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শোডাউন বা সভা-সমাবেশ করা যাবে না।
আজ মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা বলেন হেলালুদ্দীন আহমদ।
ইসি সচিব বলেন, কোনো প্রার্থী পাঁচ থেকে সাতজনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মন্ত্রী ও এমপিদের গাড়ির পতাকা নামিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হবে।
সচিব আরো বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শোডাউন বা সভা সমাবেশ করা যাবে না। কেউ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পতাকাসহ গাড়ি নিয়ে মন্ত্রী-এমপিরা মনোনয়নপত্র জমা দিতে যেতে পারবেন কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, না, পারবেন না। কেউ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নিজ এলাকায় গেলে পতাকা নামিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্রের বিষয়ে সচিব বলেন, উনার মনোনয়নের বিষয়টি আইনি বিষয়। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।
হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচনী কাজে হেলিকপ্টার ব্যবহার করা যাবে না। নির্বাচনী কাজের যাতায়াতে শুধু দলীয় প্রধানরা হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন। তবে হেলিকপ্টার থেকে লিফলেট ফেলতে পারবেন না। এ ছাড়া আমরা শুনেছি অনেকে এরই মধ্যে নির্বাচনী প্রচারণা চালানো শুরু করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচনী আচরণবিধির প্রসঙ্গ তুলে ইসি সচিব বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো প্রার্থী বাস ও ট্রাক মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা, মশাল মিছিলসহ কোনো ধরনের শোডাউন করতে পারবেন না।
সচিব আরো বলেন, ইতিমধ্যে মনোনয়মপত্র জমা দেওয়ার আগে কোনো কোনো স্থানে এ ধরনের শোডাউনের তথ্য আমরা পেয়েছি। আমরা রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি, এগুলো প্রতিহত করা এবং আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
ফেসবুকে নির্বাচনী প্রচারণায় ইসির কিছু করণীয় নেই জানিয়ে ইসি সচিব বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রচারণার বিষয়ে আমরা কিছুই বলিনি, এটা আচরণবিধিতে আনার সুযোগ নেই। তবে সোশ্যাল মিডিয়ায় যেন অপপ্রচার না হয় এই নির্দেশনা আমরা দিয়েছি।