• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:৪৮ পূর্বাহ্ন

“হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন”

Reporter Name / ১৮৬৪ Time View
Update : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

ডেস্ক প্রতিবেদক ::

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন, তাঁদের দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন। চিকিৎসার জন্য তাঁর সিঙ্গাপুর যাওয়ার প্রয়োজন নেই।

এরশাদ হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পর আজ বুধবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান রুহুল আমিন।
বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।

রুহুল আমিন বলেন, আমাদের চেয়ারম্যান এইচ এম এরশাদ এখন ভালো ও সুস্থ আছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।

হাওলাদার বলেন, দু-একদিনের মধ্যে এরশাদ বাসায় ফিরে যেতে পারবেন।

এক প্রশ্নের জবাবে রুহুল আমিন জানান, তাঁদের চেয়ারম্যান দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। তবে এখন তিনি সেখানে যাচ্ছেন না।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে অসুস্থতা অনুভব করায় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাঁটুতে তীব্র ব্যথাসহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বলে জানান তাঁর প্রেসসচিব সুনীল শুভ রায়। তখন সুনীল শুভ রায় জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁদের চেয়ারম্যানকে সিঙ্গাপুরে নেওয়া প্রয়োজন। কিন্তু আসন্ন সংসদ নির্বাচনের কারণে তিনি যেতে পারছেন না। তাই তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ