ফরিদপুর সংবাদদাতা ::
ফরিদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবতজীবন সাজা হয়েছে। আজ দুপুরে ফরিদপুর জেলা ও দায়রা জজ মোঃ হেলালউদ্দিন এর আদালতে এই রায় প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত আসামী হলেন, ফরিদপুর সদর উপজেলার বিলমামুদপুর (আব্দুর রহমান মোল্যার ডাঙ্গী) গ্রামের মোঃ আকবার শেখের ছেলে আঃ রাহিম শেখ (১৯)।
জানাযায়, ২০১৬ সালের জুলাই মাসের ৯ তারিখে বিকাল সাড়ে ৩ টার দিকে রাহিম শেখ তার সৎ মা বিউটি বেগমকে নিজ বাড়ীতে কাঠ দিয়ে আঘাত করে নিজের মাকে হত্যা করে। ওই ঘটনায় নিহতের স্বামী মোঃ আকবার মোল্লা বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় ছেলে রাহিম শেখের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।