• শুক্রবার, ১৭ মার্চ ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫

Reporter Name / ১১৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

সিরাজগঞ্জ সংবাদদাতা ::

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দুটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা সবাই একটি বাসের যাত্রী বলে জানালেও পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় বলতে পারেনি।

ওসি শহিদ আলম বলেন, একই সময় দুই দিক থেকে দুটি বাস ও অন্য দিক থেকে একটি ট্রাক এসে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলে এক নারী মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো চারজন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ সদস্যরা গিয়ে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ