• সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৯:২৬ পূর্বাহ্ন

নেত্রকোনায় কৃষক লীগের নেতাকে কুপিয়ে হত্যা

Reporter Name / ৫৮১ Time View
Update : শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮

নেত্রকোনা সংবাদদাতা ::

নেত্রকোনা জেলা কৃষক লীগের সদস্য আবুল খায়ের মাছুমকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের রাজুর বাজার এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফখরুজ্জামান জুয়েল জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাছুম রাজুর বাজার এলাকা দিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন।এ সময় রাজুর বাজার এলাকায় তাঁকে একা পেয়ে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পূর্বশ শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ