• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:২৩ পূর্বাহ্ন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র মারা গেছেন

Reporter Name / ৭০৫ Time View
Update : শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

ডেস্ক প্রতিবেদক ::

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ সিনিয়র মারা গেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের ঠাণ্ডাযুদ্ধের শেষ সময়ে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তিনি। বুশ পরিবারের মুখপাত্র জানায়, শুক্রবার রাত ১০টায় ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিনিয়র বুশ।

মৃত্যুর সাত মাস আগে গত ২০ এপ্রিল স্ত্রী সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশের শেষকৃত্যে যোগ দেওয়ার পর ২২ এপ্রিল হিউস্টন মেথডিস্ট হাসপাতালে ভর্তি হন জর্জ বুশ। তাঁর রক্তে ইনফেকশন হয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জর্জ হার্বার্ট ওয়াকার বুশ পাঁচ সন্তান রেখে গেছেন। এদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও অপরজন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ।

বুশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীর বিমানচালক ছিলেন। প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের আমলে তিনি ভাইস প্রেসিডেন্ট হন।

১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জর্জ বুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তবে দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতার সময় ডেমোক্র্যাট বিল ক্লিনটনের কাছে তিনি হেরে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ