ডেস্ক প্রতিবেদক ::
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ আওয়ামী লীগের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।
রোববার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাকক্ষে বৈঠক শুরু হয়।
বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত আছেন সিইসি কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার, শাহাদাৎ হোসেন চৌধুরী, কবিতা খানম, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।