সংবাদদাতা ::
নীলফামারী-৪ আসনে (সৈয়দপুর-কিশোরগঞ্জ) মনোনয়পত্র যাচাই-বাছাইয়ে বিএনপি মনোনীত কণ্ঠশিল্পী বেবী নাজনীনের মনোনয়নপত্র বৈধ বলে রবিবার দুপুরে নীলফামারী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজিয়া শিরিন এ ঘোষণা করেন।
এ আসনে বিএনপির আরেক প্রার্থী অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার সৈয়দপুর পৌরসভার মেয়রের পদ থেকে পদত্যাগ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এতে করে এই আসনে বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সংগীত শিল্পী একমাত্র বিএনপির প্রার্থী থাকছেন।
এই বিষয়ে কণ্ঠশিল্পী বেবী নাজনীন বলেন, আমি সৈয়দপুর-কিশোরগঞ্জ এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। সংস্কৃতি ও উন্নয়নের মেলবন্ধন সৃষ্টি করতে চাই সবার তরে।