• শুক্রবার, ১৭ মার্চ ২০২৩, ০৫:১৬ অপরাহ্ন

রক্ষা হোল না! গোপনাঙ্গে ৭০০ পিস ইয়াবা

Reporter Name / ৬৩৪ Time View
Update : রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

সংবাদদাতা ::

এবার গোপনাঙ্গে বিশেষভাবে লুকানো ৭০০ পিস ইয়াবাসহ এক তরুনীকে আটক করেছে কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে ইয়াবাসহ তাকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটক তরুণীর নাম নাফিজা আকতার। সে পঞ্চগড় সদর উপজেলার মিঠাছড়ি এলাকার রফিক মিয়ার মেয়ে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. খাইরুজ্জামান বলেন, নাফিজা আকতার নভোএয়ার বিমানের যাত্রী ছিল। বিকেল ৩টা পাঁচ মিনিটে ফ্লাইট ছাড়ার কথা ছিল। দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরে প্রবেশের সময় তল্লাশিকালে স্ক্যান মেশিনে নাফিজার গোপনাঙ্গে ইয়াবার উপস্থিতি পাওয়া যায়। তাকে আটকে রেখে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, তার গোপনাঙ্গে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাফিজা জানিয়েছে, প্রায় সময় বিমানে বা সড়ক পথে কক্সবাজারে এসে ফিরে যাওয়ার সময় ইয়াবা নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ