প্রতিবেদক : :
রাজধানীর বিজয় সরণীতে সড়ক দুর্ঘটনায় এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। নিহতের নাম আক্তার জাহান রুম্পা (২৭)।
আবু হানিফ নামের এক পথচারী মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডা. মহসীন নামের নিহতের এক আত্মীয় সাংবাদিকদের জানান, রুম্পার বাড়ি চট্টগ্রামের হালিশহরে।
তিনি জানান, রুম্পা একটি চাকরির সাক্ষাৎকারের জন্য ঢাকা এসেছিলেন। সিএনজিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাওয়ার সময় বিজয় সরণী মোড়ে একটি বাস সিএনজিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।