• মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০২:২৯ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় গুলিতে ৩১ নির্মাণ শ্রমিক নিহত

Reporter Name / ১৫১৫ Time View
Update : বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮

ডেস্ক প্রতিবেদক : :

ইন্দোনেশিয়ার অশান্ত পাপুয়া প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের ভয়াবহ বন্দুক হামলায় ৩১ জন নিহত ও একজন নিখোঁজের কথা জানিয়েছে দেশটির পুলিশ। নিহত ৩১ শ্রমিকের লাশ উদ্ধারের চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার পাপুয়া পুলিশ মুখপাত্র দিয়াজ জানান, গত রোববার এনডুগা জেলার একটি পাহাড়ি গ্রামে একটি সরকারি সেতু নির্মাণ প্রকল্পে হামলা চালায় বন্দুকধারীরা। এতে ২৪ জন নির্মাণ শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মুখপাত্র বলেন, ঘটনাস্থলের পাশে স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে পালিয়ে যায় প্রায় আটজন শ্রমিক। কিন্তু পরদিন অস্ত্রসহ একদল বিচ্ছিন্নতাবাদী ওই বাড়িতে হামলা চালায় এবং সাতজন শ্রমিককে হত্যা করে। শ্রমিকদের মধ্যে মাত্র একজন পালিয়ে যেতে সক্ষম হন। তিনি এখনো নিখোঁজ রয়েছেন বলে জানান পুলিশের ওই মুখপাত্র।

নিরাপত্তা বাহিনী ৩১ জনের মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছে; কিন্তু বন্দুকধারীরা এলাকাটি ঘিরে রেখেছে।

ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান বেশ শক্তিশালী, তারা প্রায় ৫০ বছর ধরে ইন্দোনেশিয়ার ওই অঞ্চলে শাসন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ