প্রতিবেদক : :
রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নাজমুল হুদা (২২) নামে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নিহত হয়েছেন। এ সময় শাকিল নামে আরেক ছাত্র আহত হয়ছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে তেজগাঁও সাত রাস্তায় পেট্রোল পাম্পের সামনে এ ঘটে।
তেজগাঁও থানা পুলিশ জানায়, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পাথর বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হয়।
এদের মধ্যে নাজমুলকে ঢামেকে ও শাকিলকে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।