• মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন

“নেতার কাঁধে কর্মীর কফিন”

Reporter Name / ১১২২ Time View
Update : বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮

ডেস্ক প্রতিবেদক : :

“নেতার কাঁধে কর্মীর কফিন”। সে এক ভিন্ন কষ্টের কথা। নিজের কর্মীর মৃত্যুতে শোকাহত এবং প্রিয় কর্মীর লাশ কাধে নিয়ে যেঁ নেতা আশাহাদু লা ই লাহা ইল্লালাহু———-বলতে বলতে কবর স্থান পর্যন্ত গিয়ে দাফন কাজ সম্পন্ন করেন একমাত্র তিনিই অনুধাবন করতে পারেন বুকের ভিতরে কি পরিমাণ কষ্টের পাহাড় জমে উঠে।

সেই কষ্টের কিছু কথা তুলে ধরেছেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন তার নিজের এফবিতে। লিড-নিউজ পাঠকদের জন্য লেখাটি পরিমার্জিত করে আমরা সবার জন্য তুলে ধরছি। তিনি লিখেছেন,

ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের ২নং পুলিয়া ওয়ার্ড এর সাধারণ সম্পাদক টোকান আকন্দ গতকাল ০৪/১২/২০১৮ রাত ১১:০০ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি……

আজ সকাল ১১:০০ ঘটিকায় মরহুমের নামাজে জানাজায় অংশ গ্রহণ করেন জননেতা কাজী জাফর উল্লাহসহ ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, চান্দ্রা ইউনিয়নের সভাপতি কুদ্দুস মাতুব্বর, সাধারণ সম্পাদক মিয়া ইমরান হোসেন খোকা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

জানাজা শেষে মরহুমের কফিন কবরে নেয়ার পথে কাঁধে তুলে নেন কাজী জাফর উল্লাহ। কর্মীর প্রতি নেতার শ্রদ্ধা একটি অনন্য দৃষ্টান্ত। আমরা মরহুম এর আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু

নিউজ সুত্র Saifur Rahman Miran is feeling sad with Kawser Ahamed and 11 others.
20 mins ·


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ