ফরিদপুরে জেলার ভাঙ্গা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক দৈনিক নতুন দিন ও চ্যানেল এস এর প্রতিনিধি ওবায়দুর রহমানের বাড়িতে একটি দুঃসাহসিক চুরি হয়েছে। গত ২ ডিসেম্বর রাতে এই চুরির ঘটনাটি ঘটেছে।
এই ঘটনায় ভাঙ্গা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
সাংবাদিক ওবায়দুর রহমান জানিয়েছেন, ঘটনার দিন দুপুরে তিনি তার এক আত্মীয়ের অসুস্থ্যতার খবর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে তিনি গোপালগঞ্জ যান। ওই রাতে সংঘবদ্ধ চোরের দল তার বাড়ির তালা ও দরজা জানালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে নগদ ২৬ হাজার টাকা, স্বর্ণের গহনা ও আনুসঙ্গিক মালামালসহ চুরি করে পালিয়ে যায়। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে তিনি জানান।