সংবাদদাতা ::
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দুই পক্ষের মধ্যে কথিত গোলাগুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী দাবি করেছে, নিহতরা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গোবিন্দহুদা মাঠে এ গোলাগুলি’র ঘটনা ঘটে বলে দাবি করেছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস।
নিহতরা হলেন উপজেলার চারুলিয়া গ্রামের মশিউর রহমান ধুলো ও ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঝন্টু রহমান। তাঁদের দুজনের বিরুদ্ধে খুন, ডাকাতি, সন্ত্রাস ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোলাগুলি সম্পর্কে ওসির ভাষ্য হচ্ছে, গতকাল রাত ১টার দিকে পুলিশ খবর পায়, উপজেলার গোবিন্দহুদা মাঠে গোলাগুলি হচ্ছে। তখন পুলিশ সেখানে গিয়ে মাঠে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দল বা মাদক নিয়ে বিরোধের জেরে দুদল চরমপন্থীর মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।
ওসির আরো দাবি, পুলিশ ঘটনাস্থল থেকে তিন বস্তা ফেনসিডিল, একটি এলজি শুটারগান, দুটি গুলি, চারটি রামদা ও চারটি হাতবোমা উদ্ধার করেছে।