• মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৪৪ পূর্বাহ্ন

প্রার্থিতা ফিরে পেলেন রেজা কিবরিয়া

Reporter Name / ৯৭০ Time View
Update : শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮

ডেস্ক প্রতিবেদক ::

গণফোরামের প্রার্থী অর্থনীতিবিদ রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণখেলাপির অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছিল।

রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে। হবিগঞ্জ -১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে তিনি প্রার্থী এবং রাজধানীর মতিঝিলে গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে ১৮ই নভেম্বর দলের মনোনয়ন ফরম জমা দেন রেজা কিবরিয়া।

রেজা কিবরিয়া সিটি ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছেন। প্রতিবছর সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে কার্ডটি নবায়ন করতে না পারায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

আজ নির্বাচন কমিশনে আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি।

একাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া মনোনয়নপত্রের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে। গতকালের মতো আজ শুক্রবার সকালেও নির্বাচন ভবনের এজলাসে শুরু হয় শুনানি কার্যক্রম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ