ফরিদপুর সংবাদদাতা ::
ফরিদপুরের চারটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীদের চুড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে ফরিদপুরের চারটি আসনের চুড়ান্ত মনোনয়নপত্র তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফরিদপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর। ফরিদপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
ফরিদপুর-৩ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট চৌধুরী কামাল ইবনে ইউসুফ। ফরিদপুর-৪ আসনে মনোনয়ন পেয়েছেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম।