• মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১১:৪৭ অপরাহ্ন

বউয়ের হাতে শাশুড়ি খুন

Reporter Name / ১০০১ Time View
Update : শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮

সংবাদদাতা ::

বৃদ্ধা শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলের স্ত্রী। ঘটনাটি ঘটেছ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে। নিহতের নাম লক্ষ্মী রানী নাথ (৬২) । ঘটনার পর হত্যাকারী মিতা রানী নাথকে (২৩) আটক করেছে স্থানীয় লোকজন।

শুক্রবার নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে চরজব্বার থানা পুলিশ। নিহত লক্ষ্মী রানী নাথ চরমজিদ গ্রামের সন্তোষ নাথের স্ত্রী। আটককৃত মিতা রানী নাথ নিহত লক্ষ্মী রানী নাথের ছোট ছেলে রকি নাথের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে প্রায় সময় ছোট ছেলে রকির স্ত্রী তার শাশুড়ি লক্ষ্মী রানী নাথকে বকাঝকা করতেন। এর সূত্র ধরে বৃহস্পতিবার রাতে ঘরে থাকা দা দিয়ে শাশুড়ির মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান মিতা। পরে বাড়ির লোকজন লক্ষ্মীকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর শুক্রবার সুবর্ণচর উপজেলার জোবায়ের বাজার এলাকা থেকে মিতাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, ঘটনায় নিহতের ছোট ছেলে রকি নাথ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ