• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৭:১৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে হামলা ও ভাঙচুর

Reporter Name / ১০৪৪ Time View
Update : শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

ডেস্ক প্রতিবেদক ::

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে দলটির মনোনয়নবঞ্চিত নেতাদের সমর্থকরা। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে কার্যালয়ের কাঁচ ভাঙচুর করেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার পর এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।এ সময় একটি বেসরকারি টিভির একজন সাংবাদিক ইটের আঘাতে আহত হয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খানসহ দলের জ্যেষ্ঠ নেতারা কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।

জানা গেছে, শেরপুর-২ আসনের মনোনয়নবঞ্চিত ফাহিম চৌধুরী, গোপালগঞ্জ-১ আসনের সেলিমুজ্জামান, চাঁদপুর-১ আসনের আ ন ম এহসানুল হক মিলনের সমর্থকেরা এ হামলা চালায়।

এর আগে শুক্রবার রাতেও মনোনয়নবঞ্চিতদের হট্টগোলে সরগরম হয়ে উঠে বিএনপি কার্যালয়। মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ করেন অনেকে।

এদিকে শনিবার সকালে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন মনোনয়নবঞ্চিত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের কর্মী সমর্থকরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে তারা কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

প্রায় দেড় ঘণ্টা পর গেট খুলে দিয়ে জাতীয় প্রেস ক্লাবে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে ১২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়। সংবাদ সম্মেলন শেষে তার সমর্থকরা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যায়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পরপরই কুষ্টিয়া-৩ আসনে মনোনয়নবঞ্চিত অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে মনোনয়নবঞ্চিত সমর্থকদের বিক্ষোভ এখনও অব্যাহত আছে।

গুলশান কার্যালয় থেকে বার বার মাইকে মিছিল স্লোগান না করার ঘোষণা দিলেও সেদিকে ভ্রুক্ষেপ করে নি মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ