প্রতিবেদক : :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা জানা যাবে বিকেলে।
খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসন থেকে মনোনয়ন ফিরে পাওয়ার জন্য আপিল করেছিলেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনাররা তার আইনজীবীদের যুক্তি শোনেন। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন এবং মাহবুব উদ্দিন খোকনসহ আরো কয়েকজন আইনজীবী।
ইসির পক্ষ থেকে জানানো হয়, পুনরায় শুনানি শেষে বিকেলে সিদ্ধান্ত জানানো হবে।
খালেদা জিয়ার জন্য ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনের মনোনয়ন ফরম নেওয়া হয়েছিল। কিন্তু আদালতে দণ্ডিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেন।
নির্বাচন ভবনের একাদশ তলায় শেষ দিনের মতো শুনানি চলেছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী শুনানিতে উপস্থিত আছেন।