ডেস্ক প্রতিবেদক :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সিরিয়াস ক্রাইম বিভাগ।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
তিনি বলেন, শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেন।