• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:১৭ পূর্বাহ্ন

দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করুন: প্রধান বিচারপতি

Reporter Name / ১২৪৪ Time View
Update : রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

ডেস্ক প্রতিবেদক ::

দুর্নীতিবাজদেরকে সামাজিকভাবে বয়কটের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকালা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে শিক্ষার্থী ও সততা সংঘের সমাবেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, দুর্নীতি একটি জাতীয় ব্যাধি। এটি সমাজে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে ও সুষম রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাহত করে। জাতীয় এই সমস্যা প্রতিরোধ করার লক্ষ্যে দুদককে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে। এ প্রতিষ্ঠান সৃষ্টির ফলে ক্ষমতাবান দুর্নীতিবাজরা শঙ্কিত হয়ে পড়ে।

দুর্নীতি দমনের জন্য সামাজিক আন্দোলনের বিকল্প নেই এমন কথা উল্লেখ করে সৈয়দ মাহমুদ হোসেন বলেন, দুর্নীতিকে ‘না’ বলার প্রত্যয় দীপ্ত অঙ্গীকার নিয়ে সর্বাত্মক নৈতিকতা চর্চার সামাজিক আন্দোলন গড়ে তুলি। দুর্নীতি দমনের জন্য সামাজিক আন্দোলনের বিকল্প নেই।

এজন্য প্রয়োজন গণসচেতনতা, দেশপ্রেম এবং তারুণ্যের অঙ্গীকার। তরুণ এবং যুবকদেরকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। দেশের যুবসমাজ অসততা, অন্যায় ও দুর্নীতির বিরোধিতা শুরু করলেই কেউ কোনো অনিয়ম বা দুর্নীতি করার সাহস পাবে না।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান ও কমিশনার (অনুসন্ধান) এ এফ এম আমিনুল ইসলামসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ