• মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৩:৫০ অপরাহ্ন

মনোনয়ন ফিরে পেতে হাইকোর্টে রিট খালেদার

Reporter Name / ৬৬৭ Time View
Update : রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

ডেস্ক প্রতিবেদক ::

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিন আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন খালেদা জিয়া।

রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে পৃথক তিনটি রিট করা হয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার নওশাদ জমির।

এর আগে শনিবার প্রার্থিতা ফিরে পেতে কারাবন্দি খালেদা জিয়ার করা আপিল নামঞ্জুর করে দেয় নির্বাচন কমিশন (ইসি)।

সাজাপ্রাপ্ত হওয়ার কারণে গত ২ ডিসেম্বর খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে দেন তিনটি আসনের রিটার্নিং কর্মকর্তাই। পরবর্তীতে তাদের এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন খালেদার আইনজীবীরা।

তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ