• বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩, ০১:৪৩ অপরাহ্ন

“ম্যাশ মিডিয়া” অসহায় মানুষের পাশে!

Reporter Name / ১৯৫৮ Time View
Update : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

ডেস্ক প্রতিবেদক ::

সঙ্গীত জগতের একটি উজ্জ্বল নক্ষত্র ডঃ ভুপেন হাজারিকা। জীবনমুখী গণসংগীত শিল্পী হিসাবে তার কণ্ঠের অনেক সঙ্গীতই অনেকের কাছে প্রিয়। কিন্ত তার একটি গান প্রতি মুহূর্তে আজোও সবার মনে গেথে আছে” মানুষ মানুষের জন্য——জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না—— ও বন্ধু——-

সমাজের অসহায় মানুষের পাশে দাড়াতে কে না চায়!

তবে কেউ এই কাজটি করেন একা একা কেউ বা নীরবে। কেউ অসহায় মানুষের পাশে দাড়ায় প্রকাশ্য সবার সামনে। তবে কিনা সেই কাজটি যদি কেউ করেন জনগোষ্ঠীর সমন্বয়ে বা সংগঠনের মাধ্যেমে তাহলে কাজের গতি হতে পারে আরও বেগবান।

ঠিক সেই কাজটি করছেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার একঝাক তরুণ যুবক। যে সংগঠনের তারা নামকরণ করেছেন “ম্যাশ মিডিয়া”।

“ম্যাশ মিডিয়া” যাদের চেতনা জুড়ে আছে অসহায় মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যার পাশে দাড়িয়ে সামাজিক জীব হিসাবে সমাজের জন্য কিছু করা। স্বেচ্ছায় রক্তদান, দুঃস্থ জনগণের মধ্যে খাদ্য, বস্ত্রসহ তাদের সমর্থ অনুয়ায়ী সেবা দিয়ে অসহায় মানুষের মুখে হাঁসি ফুটিয়ে তোলার বিশেষ প্রয়াস।

চলার পথে পরিচয় থেকে “ম্যাশ মিডিয়া” সদস্য আলমগির খান, ইমরান নাজের ও আশারাফুল ইসলাম আবিরের সাথে। এরমধ্যে আলমগির খান তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়ে জানান,

আজ 09/12/18 ম্যাশ মিডিয়া’র পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান**** আজও চেষ্টা করেছি এক অসুস্থ মায়ের পাসে থাকার। আপনিও আসুন আপনার সার্ধমতো অসহায় মানুষে পাশে থাকুন।,,,,,,,ম্যাশ মিডিয়া অসহায় মানুষের পাসে,,,,,,ম্যাশ মিডিয়া অসহায় মানুষের পাশে আছে থাকবেন ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ