ডেস্ক প্রতিবেদক ::
ভারতের ধনকুবের মুকেশ আম্বানি ও নিতা আম্বানির মেয়ে ইশা আম্বানির সঙ্গে বিয়ে হচ্ছে আরেক ধনকুবেরের সন্তান আনন্দ পরিমলের। তাঁদের বিবাহপূর্ব সংগীত অনুষ্ঠান ছিল তারকাময়। শুধু বলিউডের তারকারাই নয়, আন্তর্জাতিক তারকারাও উপস্থিত হন সংগীতানুষ্ঠানে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন।
সাপ্তাহিক ছুটির দিন রোববারে রাজস্থানের উদয়পুরের ওবেরয় উদয়বিলাস হোটেলে সংগীতসন্ধ্যার আয়োজন করেছিল আম্বানি ও পরিমল পরিবার। নাচে-গানে ঝড় তোলেন মার্কিন সংগীতশিল্পী, গীতিকার, অভিনেতা, নৃত্যশিল্পী বিয়ন্স। সেখানে বলিউড তারকারাও পারফর্ম করেন।
বলিউড সুপারস্টার সালমান খান, শাহরুখ খান থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ক্যাটারিনা কাইফসহ ক্রীড়াঙ্গনের তারকারাও উপস্থিত ছিলেন সেই সংগীতসন্ধ্যায়। উপস্থিত ছিলেন ‘ডার্টি পিকচার’ খ্যাত বিদ্যা বালানও, সঙ্গে ছিলেন স্বামী সিদ্ধার্থ রায় কাপুর।
আজ সোমবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে হিলারি ক্লিনটনের সঙ্গে তোলা নিজের একটি ‘মূল্যবান ছবি’ শেয়ার করেছেন বিদ্যা বালান। হিলারি ক্লিনটনের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য স্মৃতি ইরানিকে ধন্যবাদও জানিয়েছেন।
ছবিতে আমেরিকার রাজনীতির চলমান বিশ্বকোষ সিদ্ধার্থ রায় কাপুরকেও দেখা যাচ্ছে।
গত শনিবার মার্কিন মুলুক থেকে ভারতের উদয়পুরে পৌঁছান হিলারি ক্লিনটন। বিমানবন্দরেই লিলি ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানান ধনকুবের মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নিতা আম্বানি।
ছবি জুড়ে দিয়ে ক্যাপশনে বিদ্যা বালান লিখেছেন, ‘মূল্যবান ছবি, জীবনে প্রথমবার কাউকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্মৃতি ইরানি। আমি হিলারি ক্লিনটনকে ভালোবাসি। এমন একজন নারী, যিনি দক্ষতা দিয়ে প্রতিটি রাজনৈতিক ঝড়ের মোকাবিলা করেছেন এবং কখনো ভেঙে পড়েননি।’
বিদ্যা আরো লিখেছেন, ধন্যবাদ, হিলারি ক্লিনটন, আপনি যেমন তেমনই ‘নায়ক’ থাকুন। আলাপ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সিদ্ধার্থ রায় কাপুরকেও, যে আমেরিকার রাজনীতির চলমান বিশ্বকোষ।”
উদয়পুরের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আমির খান, কিরণ রাও, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, করণ জোহর, রেখা, সিদ্ধার্থ মালহোত্রা, জুহি চাওলা, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, বনি কাপুরসহ অনেকেই।
ভারতের পরিমল গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান অজয় পরিমল ও স্বাতী পরিমলের ছেলে আনন্দ পরিমলের সঙ্গে বিয়ে হতে চলেছে ইশা আম্বানির। আগামী ১২ ডিসেম্বর মুম্বাইয়ে তাঁরা সাতপাকে বাঁধা পড়বেন। এর আগে ইতালির লেক কোমোতে এ যুগলের বাগদান হয়। সূত্র : বলিউড লাইফ