বিনোদন ডেস্ক ::
২০১৬ সালে সুজিত সরকারের ‘পিঙ্ক’যেন নতুন ভাবনার রসদ দিয়েছিল বলিউডকে। অমিতাভ বচ্চন তো বটেই, তাপসী পান্নুর অভিনয়ও চমকে দিয়েছিল দর্শককে। সেই ছবিরই তামিল রিমেক হতে চলেছে। আর সেখানেই নাকি অভিনয় করবেন বিদ্যা বালান।
যদিও ‘পিঙ্ক’-এর তামিল রিমেকে কাজ করার বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি বিদ্যা। তবে শোনা যাচ্ছে বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন তিনি। তবে শর্ত একটাই, কোনো পারিশ্রমিক নেবেন না।
শোনা যাচ্ছে, ‘পিঙ্ক’-এর তামিল রিমেকে প্রধান পুরুষ চরিত্রে দেখা যাবে তাহলা অজিতকে। প্রধান নারী চরিত্রটির জন্য এখনো নাকি অডিশন চলছে। বিদ্যা মূল চরিত্রে থাকছেন না। ফলে ঠিক কোন ভূমিকায় তাকে দেখা যাবে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এই প্রজেক্টের জন্য নায়িকা কেন কোনো পারিশ্রমিক নিচ্ছেন না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে।