ভাঙ্গা সংবাদদাতা ::
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, জনগণের ভালবাসাই আমার রাজনীতির বড় অর্জন। জনগণের সেই আশীর্বাদ নিয়েই আগামী দিনে চলতে চাই।
ভাঙ্গা উপজেলার পৌরসভার ১ নং ওর্য়াডের সাবেক কমিশনার আব্বাস বিশ্বাসহ তার সমর্থনকারীরা মজিবুর রহমান চৌধুরী নিক্সন এম,পির সাথে যোগদান ও নির্বাচনী প্রচার উপলক্ষে গতকাল বিকেলে হোগলাকান্দী সঃ প্রাঃ বিঃ মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বললেন, আমার নির্বাচনী এলাকা (ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন) তিন উপজেলার জনগণ গত নির্বাচনে আমাকে না দেখে ভোট দিয়েছিল। জানিনা জনগণের নিঃস্বার্থ সেই ভালবাসার কতটুকুন মূল্যায়ন করতে পেরেছি!
আমি চাই এবারের নির্বাচনে জনগণের ভালবাসার প্রতীক হিসাবে প্রতিটি ঘরে একজন করে নিক্সন গড়ে উঠুক। কারন আপনার শিশুর ভবিষ্যৎ আপানাকেই গড়ে তুলতে হবে।
নিক্সন চৌধুরী আরও বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি জনগণকে সাথে নিয়েই আমি যা কিছু ভাল টা করতে চাই। আব্বাস বিশ্বাসের যোগদান অনুষ্ঠানে আমাকে যে সম্মান ও ভালবাসা দিয়েছে গ্রামবাসী আমি অবশ্যই তাদের যথাযথ সম্মান দিবো ইনশ আল্লা।এসময় আগামী ৩০ তারিখের নির্বাচনে তিনি সকলের দোয়া, ভালবাসা ও ভোট কামনা প্রাথনা করেন।
উল্লেখ্য, সাবেক কমিশনার আব্বাস বিশ্বাস পৌর কমিশনার ওমর ফারুক হবির ভগ্নিপতি। কমিশনার হবি সাংসদ নিক্সন এমপির আস্থাভাজন একজন কনিষ্ঠ নেতা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শাহাদাৎ হোসেন, কমিশনার ওমর আলী, আসাদুজ্জামান পারভেজ, রাজিবুল হাসান বাবুসহ সাংসদের সমর্থক ও নেতাকর্মীরা।