• মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:১৮ পূর্বাহ্ন

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা

Reporter Name / ৬৪৫ Time View
Update : মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮

ডেস্ক প্রতিবেদক : :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে বেশ কিছু গাড়ি ভাংচুর করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় নির্বাচনী গণসংযোগে গেলে তার গাড়িবহরে এই হামলা হয়।

বিএনপি চেয়ারপাসরনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করেন, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় নির্বাচনী গণসংযোগে গেলে তার গাড়িবহরে এই হামলা হয়। তবে তিনি হামলাকারীর নাম বলতে পারেননি।

তৈমুর বলেন, ফখরুল ওই এলাকায় নির্বাচনী পথসভা করছিলেন। এসময় একদল লোক হামলা চালিয়ে দুই-তিনটা গাড়ির কাচ ভেঙেছে। আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসনে থেকে নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী প্রচারণা হিসেবে আজ (মঙ্গলবার) তিনি ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ