ডেস্ক প্রতিবেদক ::
আজ ফরিদপুরের ভাঙ্গায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ফেরার পথে আওয়ামীলীগের মনোনীত ফরিদপুর-৪ আসনের নৌকা প্রতীক প্রাথীর একটি নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইত্মধ্যে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এছাড়া জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসন সভা স্থল এলাকায় সার্বিকভাবে বিশেষভাবে তদারকি করছেন।
উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা জনসভা সফল করতে প্রশাসনকে সকল প্রকার সহযোগিতা করছেন।
এদিকে নির্বাচন পূর্বমুহূর্ত আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর ভাঙ্গায় আগমন উপলক্ষে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
সেইসাথে চলছে নির্বাচনী এলাকা ভাঙ্গা সদ্রপুর ও চরভদ্রাসন এলাকায় ব্যপক মাইকিং প্রচার। এই রিপোর্ট লেখা পর্যন্ত জনসভার মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়েছে।
ভাঙ্গার জনগণ প্রতিক্ষা করছেন কখন আসছেন তাদের নেতা শেখ হাসিনা। ফরিদপুর-৪ আসনে নৌকার বিজয় লক্ষে্য প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা বক্তব্য শুনার জন্য অধির অপেক্ষায় আছেন তারা।
ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা সাংবাদিকদের জানিয়েছেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বর ও ফরিদপুর-৪ আসনের নৌকা মার্কার প্রাথী কাজী জাফর উল্লার একটি নির্বাচনী জনসভায় সকালে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
ভাঙ্গা-মাওয়া মহাসড়কের মালিগ্রাম কলাতলার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
এদিকে প্রধানমন্ত্রী আজ সড়ক পথে গোপালগঞ্জে যাওয়ার পথে উপজেলার পুলিয়া, মালিগ্রাম থেকে শুরু হয়ে ভাঙ্গা পৌরসভার সামনে ও মুন্সুরাবাদ পর্যন্ত প্রায় ১০ কিঃমিঃ পথ জুড়ে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি শত শত সাধারণ জনগণ রাস্তার দুই পাশে দাড়িয়ে জয়বাংলা শ্লোগান ধ্বনি দিয়ে মুখরিত করে প্রধানমন্ত্রীকে পথ সংবর্ধনা প্রদান করেন।
এসময় প্রধানমন্ত্রী তার গাড়ি বহর থেকে সাধারণ জনগণকে হাত নারিয়ে উষ্ণ অভিনন্দন জানান।