ডেস্ক প্রতিবেদক ::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবারো প্রমাণ করল তারা সন্ত্রাসী দল। কানাডার আদালত তাদের সন্ত্রাসী দল হিসেবে যে রায় দিয়েছিল, তা যে সত্য এটাই আবার প্রমাণ করল।
বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সহিংসতা কারা করছে দেশের জনগণ দেখছে। গতকাল দুজন মারা গেছে। একজন নোয়াখালীতে, আরেকজন ফরিদপুরে। দুজনই আওয়ামী লীগের কর্মী। ফখরুল সাহেব সহিংসতা, নাশকতা ও সরকারি দলের নিপীড়নের কথা বলছেন। আর বিরোধী দল হয়ে গতকাল আওয়ামী লীগের কর্মীদের হত্যা করেছে বিএনপি। এটা প্রমাণ আছে, এটা কোনো সাজানো বানানো কথা নয়।
মনোনয়নপত্র বিতরণকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সহিংসতার ঘটনার কথাও উল্লেখ করে তিনি বলেন, পল্টন অফিস থেকে আপনাদের সিনিয়র নেতৃত্বের উপস্থিতিতে নাশকতা হয়েছে। যাতে নেতৃত্ব দিয়েছেন মির্জা আব্বাস। তার মেয়ে পর্যন্ত সেখানে সন্ত্রাসী কার্য করেছে এটা ত আর কারো বানানো কথা নয়।
এ ছাড়াও বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা ৩০টি আসন ১০টি আসন বা ৫০টি আসন-কোনোটিই উচ্চারণ করব না। আমরা বিশ্বাস করি দেশের জনগণের ওপর। দেশের প্রতিটি জনগণ আপনাদের এসব কথার জবাব দেবে ৩০ ডিসেম্বর সারা দিন নৌকা প্রতীকে ভোট দিয়ে। নৌকার যে জোয়ার উঠেছে এই জোয়ারে ধানের শীষ ভেসে যাবে।
এ সময় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের এ লড়াই বাঁচার লড়াই। সুতরাং এ লড়াইয়ে আমাদের জিততে হবে।