সংবাদদাতা ::
চুয়াডাঙ্গায় ট্রাকের সঙ্গে নছিমনের সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন কুলপালা গ্রামের সৌদি আরব প্রবাসী আকুল শাহের ছেলে রাকিব শাহ (২০) ও সপ্তম শ্রেণির ছাত্র সাকিব শাহ (১৪) এবং নছিমন চালক লিটন হোসেন (৩০)।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের কুলপালায় এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুস সালাম জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গামুখী জহুরুল লিমিটেডের দ্রুতগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-২০- ২৮৬৮) সঙ্গে বিপরীত দিক থেকে আসা নছিমনের সংঘর্ষ হয়। তখন ঘটনাস্থলেই নছিমনচালক লিটন মারা যান।
এদিকে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই ভাই রাকিব ও সাকিবের ওপর উঠে যায়। এতে তাঁরা গুরুতর আহত হন। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস সদস্যরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। এ ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় আধা ঘণ্টা চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।