• মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৩:৪৭ অপরাহ্ন

বিএনপি নিজেরাই নিজেদের ওপর হামলা করছে : কাদের

Reporter Name / ৮৪৯ Time View
Update : রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮

সংবাদদাতা ::

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেরাই নীলনকশা অনুযায়ী নিজেদের ওপরে হামলা করছে। হামলা করে তারা সরকারের ওপর আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছে।

আজ রোববার ফেনীর শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি নিবেদন করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, একাত্তরের পরাজিত, সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে ছদ্মবেশী মুক্তিযোদ্ধা, ছদ্মবেশী কিছু গণতন্ত্রী, বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। এই অশুভ অপশক্তিকে, প্রতিহত করতে হবে।

এ প্রসঙ্গে কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে নিশ্চিত পরাজয় জেনে, অপশক্তির সঙ্গে হাত মিলিয়েছে। এবং জনগণের পক্ষ থেকে সাড়া না পেয়ে নিজেরাই আজকে উসকানিমূলক তৎপরতায় লিপ্ত হয়েছে। এখানে সরকারি দল বা আওয়ামী লীগের কিছুই করণীয় নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে সারা দেশে নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দেখে, তারা বেসামাল হয়ে পড়েছে। তারা বেপরোয়া হয়ে পড়েছে।

এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ ২০২৪ সালের লক্ষ্য পূরণ করবে বলেও ওবায়দুল কাদের জানান।

কাদের বলেন, এদের পরাজিত করে, বিজয়ী হতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে এটাই আজকে আমাদের শপথ। মুক্তিযোদ্ধাদের শপথ। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির শপথ।

আমরা সুশাসনের পথে, সব চ্যালেঞ্জকে অতিক্রম করব। আগামী নির্বাচনকে সামনে রেখে, পরবর্তী পাঁচ বছরের জন্য জনগণের কাছে এটা আমাদের ওয়াদা। আমরা মঙ্গাকে যেমন জাদুঘরে পাঠিয়েছি। উন্নয়নশীল দেশ হিসেবে ২০২৪ সালের মধ্যে আমরা টার্গেট পূর্ণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ