জুনায়েদ বিন অনিক ::
সারাদেশের ন্যায় যথাযথ মর্যাদায় ফরিদপুরের ভাঙ্গায় মহান বিজয় দিবস পালিত পালিত হয়েছে। সকালে জান্দি গ্রামের গণকবর ও মাধবপুরগ্রামের শহীদ মুক্তিযোদ্ধা জহুরুল হকের কবরে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পুস্পস্তবক এর মধ্যে দিয়ে দিবসটির সুচনা করা হয়।
এরপর সকাল ৯টায় ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ আনসার, পুলিশ, ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে শিশু কিশোরদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং বীর মুক্তিযোদ্ধাদের রজনী গন্ধা ফুল দিয়ে বরণ করে উপজেলা প্রশাসন।
দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি আলোচনা সভা উক্ত মাঠ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, ভাঙ্গা উপলেজা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, ভাঙ্গা থানার ওসি সয়দ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মূকতা দিরুল আহমেদ।
এতে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলার এসিল্যান্ড আফসানা কাওসার। অনুষ্ঠানের শেষ পর্বে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনকারী বিজয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।