সংবাদদাতা ::
ঢাকার আশুলিয়ায় বাস চাপায় প্রাণ গেল পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলম। সোমবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে দায়িত্ব পালন করে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন এএসআই শাহ আলম। মোটরসাইকেলটি মোজারমিল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুত গতির বাস তাঁকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। এ ঘটনায় বাস ও তার চালককে আটক করতে পারেনি পুলিশ।