• মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:১৭ পূর্বাহ্ন

নেত্রকোনায় ৫১ পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

Reporter Name / ৯৯৮ Time View
Update : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮

সংবাদদাতা ::

মহান বিজয় দিবস উপলক্ষে নেত্রকোনায় মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে পুলিশ লাইন্সের হল রুমে জেলা পুলিশের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরীর হাত থেকে সংবর্ধনা ও ক্রেস্ট নেন পুলিশ বিভাগের অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা।

সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজ্জাদ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা তাঁদের রণাঙ্গনের স্মৃতিচারণা করেন। এ সময় তাঁরা নেত্রকোনায় পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের দাবি জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নূরুল আমিন, ডেপুটি কমান্ডার আব্দুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফকরুজ্জামান জুয়েল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আলআমিন, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খসরু বীর প্রতীক, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহজাহান মিয়া, কাশেম আলী, নূরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ