সংবাদদাতা ::
ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি থেকে শতাধীক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান করেছেন। আজ বুধবার আলগী ইউনিয়নে সুলনা স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বর নৌকার প্রার্থী কাজী জাফরউল্লাহর নির্বাচনী জনসভায় বিএনপি নেতা মজাহিদ হোসনে খোকনসহ শতাধীক নেতাকর্মী যোগদান করেন।
এসময় কাজী জাফরউল্লাহর হাতে তারা ফুলের তোড়া দিয়ে বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থাভাজন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ভাঙ্গায় নৌকার জন্য নিবেদিত হয়ে কাজ করার অঙ্গিকার করে আওয়ামীলীগে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম মিরন, সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজা, আওয়ামীলীগের প্রবীণ নেতা এমএ ওয়াদুদ , সাংগঠনিক সম্পাদক শরীফুজ্জামান শরীফ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল হক মিরু মুন্সী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমল দাস, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান লিটুসহ নেতৃবৃন্দ।