• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:৪২ পূর্বাহ্ন

পর্ন ছবিতে রেসলিং তারকা ‘সানি’

Reporter Name / ১৪৭২ Time View
Update : শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮

ডেস্ক প্রতিবেদক ::

পর্ন-দুনিয়া কাঁপাতে আসছেন নতুন সানি। তবে ইনি ‘লিওন’ নন। এঁর আগমন নিয়ে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গেছে। এর একটি কারণও রয়েছে। কেননা, এঁকে অনেকেই চেনেন। ইনি ইতিমধ্যেই একজন সেলেব।

নাম, তামারা সিচ। তবে এঁকে সকলে চেনেন সানি নামে। ডাব্লিউ ডাব্লিউ ই হল অফ ফেমার সানি। এইবারে চিনেছেন তো? যাঁরা টিভি-র পর্দায় নিয়মিত ডাব্লিউ ডাব্লিউ ই দেখেন, তাঁদের কাছে ইনি রীতিমতো পরিচিত মুখ।

রে জে-র সঙ্গে কিম কার্দাশিয়ান-এর সেক্স টেপ যে সংস্থা করেছে, তাদের সঙ্গেই চুক্তিবদ্ধ হয়েছেন সানি। ছবির নামও নাকি ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে। শোনা যাচ্ছে, নাম হবে ‘সানি সাইড আপ, ইন থ্রু দ্য ব্যাকডোর’।

সংস্থাটির ওয়েবসাইটে এর মধ্যেই ছবির একটি ক্লিপিং প্রকাশ করা হয়েছে। তাতে যৌনলীলায় মত্ত সানিকে দেখা গিয়েছে। ক্লিপিংটি রীতিমতো জনপ্রিয় হয়ে গেছে।

তবে গোড়ায় পর্ন করতে চাননি সানি। নৈতিক নয়, সম্পূর্ণ অর্থনৈতিক কারণে। তাঁর মনে হয়েছিল, তাঁকে যে টাকা দেওয়া হচ্ছে, তা যথেষ্ট নয়। তবে পরে সংশ্লিষ্ট সংস্থার তরফে অফার বাড়ানো হয়। ৪৩ বছরের সানি ১৯৯০-এর দশকের গোড়ায় ডাব্লিউ ডাব্লিউ ই-তে যোগ দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ