• মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন

বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

Reporter Name / ১১০৯ Time View
Update : শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮

ডেস্ক প্রতিবেদক ::

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিচ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং এটা নীতিগতভাবে খুব গুরুত্বপূর্ণ যে যেখানেই নির্বাচন হবে, তা হতে হবে অবাধ ও সুষ্ঠু এবং জনগণকে তাদের সমর্থন প্রকাশের সুযোগ দিতে হবে।

এর আগে ১০ ডিসেম্বর জাতিসংঘে এক নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র স্পষ্ট করে জানান যে জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। ‘জাতিসংঘের পর্যবেক্ষক নেই। আমরা পর্যবেক্ষক পাঠাই না।

আমরা নীতিগতভাবে বিশ্বাস করি, যেকোনো ধরনের হুমকি থেকে মুক্ত ইতিবাচক পরিবেশে নির্বাচন হওয়া উচিত, যোগ করেন স্টিফেন ডুজারিচ।

মুখপাত্র আরো জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুরোধ অনুযায়ী বাংলাদেশের জাতিসংঘ কার্যালয় ইউএনডিপি/ইউএন ওমেনের সহায়তায় বাংলাদেশের সংসদ নির্বাচন প্রকল্পে কারিগরি নির্বাচনী সহযোগিতা দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ