সংবাদদাতা ::
নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সমর্থন জানিয়ে জাতীয় পার্টির প্রাথী অ্যাডভোকেট মো. ফায়েকুজ্জআমান ফিরোজ নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে জাপা প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজসহ দলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।
আজ শুক্রবার বিকেলে শহরের বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত যৌথ সভায় এই ঘোষণা দেওয়া হয়।
জাপা প্রার্থী ফায়েকুজ্জামান ফিরোজ জানান, মাশরাফি নড়াইল তথা বাংলাদেশের জাতীয় সম্পদ। তাই তাঁকে সমর্থন দিয়ে জয়যুক্ত করব।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাসসহ জেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।