• মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০২:৫৬ অপরাহ্ন

গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা

Reporter Name / ৯০৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮

সংবাদদাতা ::

নির্বাচনী প্রচারণাকালে ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত গয়েশ্বরকে রাজধানীর বিজয়নগরে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানের শীষের প্রচারণায় নিজের নির্বাচনী এলাকা কেরানীগঞ্জের চুনকুটিয়া কদমতলায় গেলে তাঁর ওপর এ হামলা করা হয়। এ সময় তিনিসহ, তাঁর অর্ধশতাধিক কর্মী-সমর্থক আহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, আজ সন্ধ্যায় ধানের শীষের প্রচারণায় ঢাকা-৩ আসনের চুনকুটিয়া কদমতলা এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে বের হন গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তাঁর ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে প্রার্থী গয়েশ্বর চন্দ্রসহ তাঁর কর্মী-সমর্থকরা আহত হন। রাজধানীর বিজয়নগরে ইসলামী ব্যাংক হাসপাতালে গয়েশ্বর এবং অন্য আহতদের চিকিৎসা চলছে বলেও জানান রিজভী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ