ফরিদপুর সংবাদদাতা ::
ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী, স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা স্থানীয় সরকার মন্ত্রী পুত্র খন্দকার মাশরুর হোসেন মিতু, নাতনী (সায়মা ওয়াজেদ পুতুলের মেয়ে) আলীজে হোসেন এবং আমরিন হোসেন।
তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর সদর আসনের একাধিক স্থানে পথসভায় নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচারনা চালান।
সকালে সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নে দুইটি সভায় আলীজে হোসেন এবং আমরিন হোসেন বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সকলের কাছে ভোট প্রার্থনা করেন। বিকেলে ফরিদপুর পৌরসভার অম্বিকাপুর খেয়াঘাট সংলগ্ন বক্তার হোসেন খানের বাড়ীতে নির্বাচনী উঠান বৈঠকে যোগ দেন।
৭ নং ওর্য়াডের মহিলা আওয়ামী লীগের নেত্রী মদিরা আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বোন ওয়াহিদা বেগম, ছোট মেয়ে খন্দকার শাহারিন হোসেন পিংকি, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কে এম আজম খসরু, আওয়ামী লীগ নেতা জাহিদ বেপারী, শ্রমিক লীগ নেতা বক্তার হোসেন খান, সুরাইয়া পারভীন, সোহেলী ইমরোজ পুনম, জান্নাতুল ফেরদৌস সিমা, আওয়ামী লীগ নেতা হারুন-অর রশিদ, মাজেদুর রহমান মাজেদ, মারজিয়া প্রমুখ।
নির্বাচনী উঠান বৈঠকে বক্তারা বলেন, ফরিদপুরে বিগত ১০ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের হাত দিয়ে এসব উন্নয়ন কর্মকান্ড হয়েছে উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে আসন্ন নির্বাচনে নৌকা প্রতিকে আমাদের সকলকে ভোট দিতে হবে।
সমাবেশের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা স্থানীয় সরকার মন্ত্রী পুত্র খন্দকার মাশরুর হোসেন মিতু।
প্রসংত, গত কয়েকদিন ধরে ফরিদপুর সদর আসনের ১২টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে তারা মতবিনিময় সভা করছেন। সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপকভাবে এই প্রচারে সারা জেগে উঠেছে।
এছাড়া খন্দকার মাশরুর হোসেনের সঙ্গে প্রচারণায় অংশ নিচ্ছেন ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হোসেন রুবেলসহ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।