ভাঙ্গা সংবাদদাতা ::
ফরিদপুর-৪ আসনের সাংসদ প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি বলেছেন, গত ৫ বছর ধরে ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন এলাকার জনগণ আমাকে যে ভালবাসা দিয়ে আসছেন আমার রক্ত দিয়েও আপনাদের ঋণ পরিশোধ করতে পারবো না।
তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জনগণের জন্য কাজ করে চলেছেন। দেশের জনগণ তাকে আবার ভোট দিয়ে জনগণের সেবা করতে পারে এজন্য তাকে ভোট দিতে হবে। এসময় তিনি তার নির্বাচনী প্রতীক সিংহ মার্কায় ভোট দেওয়ার জন্য উপস্থিত জনগণের কাছ থেকে ওয়াদা চাইলে জনগন তাকে ওয়াদা করে হাত নারিয়ে সমর্থন জানান।
উপস্থিত জনতার কাছে নিক্সন এমপি প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহানার জন্য দোয়া চান।
স্বতন্ত্র সাংসদ প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি ঐতিহ্যবাহী ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী এক বিশাল জনসভায় এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন ভাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ জরুল হক হিরু।
বিকেল ৩টা থেকে জনসভা স্থলে বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে মহিলা ও পুরুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভা স্থলে উপস্থিত হন। এসময় জনসভা এলাকায় তিল ধারণের ঠাই ছিল না। কানায় কানায় মাঠ ভরে উঠে নিক্সন এমপির জনসভা।
ভাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, জেলা পরিষদের সদস্য দেলেওয়ার মাতুব্বর, চরভদ্রাসন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আজিজ মাষ্টার, ইউপি চেয়ারম্যান তারেক, শামসুল আলম রাসেল, কাওসার ভূঁইয়া, সাইদ মিয়া, ফারুক হোসেন, লিটন মাতুব্বর, পরিমল চন্দ্র দাস, কমিশনার ওমর ফারুক হবি, শেখ লিটন, আকরামুজ্জামান আকরাম, হাফিজুর রহমান হাফিজসহ ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন এলাকার নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এর আগে স্বতন্ত্র সাংসদ প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির হাতে ফুলের তোরা উপহার দিয়ে তার সাথে যোগদান করেন কালামৃধা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাদাৎ হোসেনসহ প্রায় শতাধীক জনগণ।