ভাঙ্গা সংবাদদাতা ::
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা সরকারী পাইলট হাইস্কুল মাঠে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থি কাজী জাফর উল্লার নির্বাচনী জনসভা আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পপতি ও সমকাল পত্রিকার প্রকাশক একে আজাদ, ভাঙ্গা পৌরসভার মেয়র আবু রেজা ফয়েজ।
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এম হক বাবু, মেহেদি হাসান লিটু, সায়েদীদ গামাল লিপু, সাবেক সাংসদ লুৎফর রহমান ভুঁইয়ার ছেলে রাজীব ভুঁইয়াসহ ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এর আগে বিকেল সারে তিনটায় জনসভা শুরু হলেও তিনটার থেকেই সরকারী পাইলট হাইস্কুল মাঠ নেতাকর্মীদের উপস্থিতিতে টুই টুম্বর হয়ে উঠে।
মাঠে তিল ধারণের ঠাই না থাকায় মাঠ ছাড়াও বিভিন্ন খোলা জায়গা ও রাস্তার দুই পাশে নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রধান অতিথির বক্তব্য শুনেন।
তিনটি উপজেলার থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে মহিলা, পুরুষ একযোগে মিছিল নিয়ে আসেন। (ভিডিও দেখতে ক্লিক করুন লিড-নিউজ ইউটিউবে)