ডেস্ক প্রতিবেদক ::
ফরিদপুর-৪ আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। গণনা শেষে ভোটের বাক্স নিয়ে প্রিজাইডিঙ অফিসার, সহকারী প্রিজাইডিঙ অফিসার, পুলিং ও সহকারী পুলিং অফিসারগণ কঠর নিরাপত্তা নিয়ে উপজেলা হেড কোয়াটারে ফিরছেন।
সেখান থেকে ভাঙ্গা পৌরসভা এবং ১২টি ইউনিয়নের ফলাফল ঘোষণার কাজ শুরু হয়েছে। সকল ফলাফল প্রাপ্ত হওয়ার পর চুরান্ত ফলাফল ঘোষণা করবেন সহকারী রিটার্নিং অফিসার ও ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মূকতা দিরুল আহমেদ।
ফরিদপুর-৪ আসন। ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন এলাকা নিয়ে গঠিত। এই আসনে মোট প্রার্থী ৫ জন। নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বর কাজী জাফর উল্লা। স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন, বিএনপির প্রার্থী আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আ, হালিম মিয়া (হাতপাখা) ও বাংলাদেশ কমিউনিস্ট থেকে কাস্তে প্রতীকে কমরেড আতাউর রহমান কালু।
ব্রেকিং নিউজঃ সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, নৌকার প্রার্থীর চেয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন এগিয়ে রয়েছেন।