ডেস্ক প্রতিবেদক ::
আওয়ামীলীগের দুর্গে ২য় দফায় ভোট যুদ্ধে বিজয় লাভ করলেন ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। তার প্রতীক সিংহ। ভাঙ্গা, চরভদ্রাসন এবং কৃষ্ণপুর ইউনিয়ন ছাড়া সদরপুর উপজেলার এই আসনটিতে নিক্সন চৌধুরী সিংহ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ভোট পেয়েছেন এক লাখ ৪৩ হাজার ৭০৭ ভোট।
সিংহর বিপরীতে নিকটতম প্রার্থী আওয়ামী লীগের কাজী জাফর উল্লাহ পেয়েছেন ৯৫ হাজার ১৮৮ ভোট। বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
ভাঙ্গা উপজেলার সহকারী রিটার্নিং অফিসার মূকতা দিরুল আহমেদ সাংবাদিকদের জানান ।