ডেস্ক প্রতিবেদক ::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। রবিবার সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকালে অনেকটা উৎসবমুখর পরিবেশে ভোটারেরা ভোট দিয়েছেন।
এর আগে সকালে সিইসি কে এম নুরুল হুদা বলেছেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয়েছে।
ভোট চলাকালীন সময়ে বিক্ষিপ্ত সহিংসতা, সংঘর্ষ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোট বর্জনসহ বিভিন্ন অনিয়ম অভিযোগের পাশাপাশি ভোটকেন্দ্র দখল, জাল ভোট প্রদান, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগ তুলে ভোট বর্জন করেন ২১ প্রার্থী।