• শনিবার, ১৮ মার্চ ২০২৩, ০৭:১৩ পূর্বাহ্ন

নতুন নির্বাচন হবে না : সিইসি

Reporter Name / ৯০৮ Time View
Update : সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮

ডেস্ক প্রতিবেদক ::

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে দাবী করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

তিনি বলেন, এই নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কমিশন সন্তুষ্ট। নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের দাবি প্রসঙ্গে তিনি বলেন, না, এটা হবে না।

সোমবার বিকালে নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অন্য চার নির্বাচন কমিশনারও সিইসির সঙ্গে ছিলেন।

তিনি বলন, এই নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী নতুন নির্বাচন আর হবে না।

তিনি বলেন, নির্বানে আইন শৃঙ্খলা বাহিনী যে সাহস ও সমর্থন যুগিয়েছে এজন্য ইসি ধন্য। সহযোগিতার জন্য সেনাপ্রধানকেও ধন্যবাদ।

দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এ পর্যন্ত কমিশন একটি লিখিত আবেদনও পায়নি জানিয়ে সিইসি বলেন, নির্বাচন নিয়ে তিনি সন্তুষ্ট।

একজন সাংবাদিক কয়েকটি অনিয়মের সুনির্দিষ্ট বিষয় উল্লেখ করে সিইসির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এগুলো আমরা দেখব। তবে লিখিত অভিযোগ আসলেও গেজেট প্রকাশে কোন বাধা হবে না।

অস্বাভাবিক ভোটের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভোটতো আমরা দেইনি। জনগণ দিয়েছে। যেসব ফলে ত্রুটি রয়েছে সেগুলো সংশোধন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ