• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:১৩ পূর্বাহ্ন

ফরিদপুর-৪ স্বতন্ত্র : বাকি তিনটি আসনে আ’লীগ প্রার্থীর জয়

Reporter Name / ৭২০ Time View
Update : সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮

ডেস্ক প্রতিবেদক ::

আওয়ামীলীগের দুর্গে ২য় দফায় ভোট যুদ্ধে বিজয় লাভ করলেন ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর​ রহমান চৌধুরী নিক্সন। এছাড়া বাকি তিনটি আসনে আ’লীগের প্রার্থীরা জয় লাভ করেছেন।

ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর​ রহমান চৌধুরী নিক্সন সিংহ প্রতীক নিয়ে নৌকার বিরুদ্ধে জয় করেছেন।

ভাঙ্গা, চরভদ্রাসন এবং কৃষ্ণপুর ইউনিয়ন ছাড়া সদরপুর উপজেলার এই আসনটিতে নিক্সন চৌধুরী মোট ভোট পেয়েছেন এক লাখ ৪৩ হাজার ৭০৭ ভোট।

সিংহের বিপরীতে নিকটতম প্রার্থী আওয়ামী লীগের কাজী জাফর উল্লাহ পেয়েছেন ৯৫ হাজার ১৮৮ ভোট।

এদিকে ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মনজুর হোসেন। তিনি পেয়েছেন তিন লাখ ৬ হাজার ৮৯১ ভোট। তাঁর নিকটতম প্রার্থী বিএনপির শাহ মো. আবু জাফর তিনি পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট ।

ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা ও সদরপুর আংশিক) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি পেয়েছেন দুই লাখ ১৯ হাজার ৬০৬ ভোট। তাঁর নিকটতম প্রার্থী বিএনপির শামা ওবায়েদ ইসলাম পেয়েছেন ১৪ হাজার ৮৮৫ ভোট।

ফরিদপুর-৩ (সদর) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি পেয়েছেন দুই লাখ ৭৪ হাজার ৮৭১ ভোট। তাঁর নিকটতম প্রার্থী বিএনপির চৌধুরী কামাল ইবনে ইউসুফ পেয়েছেন ২১ হাজার ৭০৪ ভোট।

ফরিদপুর জেলার ১৪ লাখ ২০ হাজার ৬৭২ জন ভোটারের মধ্যে ৮৫ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানান জেলার রিটার্নিং কর্মকর্তা উম্মে সালমা তানজিয়া।

তিনি বলেন, জেলার চারটি সংসদীয় আসনে বড়ধরনের সহিংসতা ছাড়াই ভোটারা নির্বিঘ্নে তাঁদের ভোট প্রয়োগ করেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ