ডেস্ক প্রতিবেদক ::
নির্বাচন পরবর্তী সহিংসতা পরিহার করতে সব পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিচ এক বিবৃতিতে এই আহ্বান জানান।
তিনি বলেন, সাধারণ নির্বাচনে সহিংস ঘটনা এবং অনিয়ম প্রতিবেদন সম্পর্কে অবগত রয়েছে জাতিসংঘ। নির্বাচনী প্রচারণাকালে ও নির্বাচনের দিন প্রার্থী ও ভোটারদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। শান্তিপূর্ণভাবে এবং আইনি উপায়ে নির্বাচনের অভিযোগগুলো মোকাবিলা করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের মুখপাত্র আরো বলেন, আমরা সংযম চর্চা ও শান্তিপূর্ণ নির্বাচনী-পরবর্তী পরিবেশ নিশ্চিত করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, যেখানে মানুষ তাদের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখতে পারবে।